অত্যাচার করে টিকে থাকা যায় না: এবিএম মোশাররফ

হোম পেজ » পটুয়াখালী » অত্যাচার করে টিকে থাকা যায় না: এবিএম মোশাররফ
বুধবার ● ৬ আগস্ট ২০২৫


পটুয়াখালীর ঝাউতলায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

অন্যায়-অত্যাচার করে কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, অত্যাচার করে, নির্যাতন চালিয়ে, অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাওয়ার পরিণতি কখনোই ভালো হয় না। এটি বিএনপির নেতাকর্মীদের জন্যও শিক্ষা। জনগণের বিরুদ্ধে গেলে কেউ পার পায় না।

বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর ঝাউতলায় বিজয় শোভাযাত্রা শেষে লঞ্চ টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, হাসিনা পালিয়ে ভারতে গেছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীদের পালানোর সুযোগ নেই।

এর আগে সকালে পটুয়াখালীর ঝাউতলায় ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। মিছিলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৩ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ