স্বামী পলাতক গাজীপুরে ঘরে আগুন দিয়ে স্ত্রীকে হত্যা!

হোম পেজ » ঢাকা » স্বামী পলাতক গাজীপুরে ঘরে আগুন দিয়ে স্ত্রীকে হত্যা!
রবিবার ● ৩ আগস্ট ২০২৫


গাজীপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (গতরাত) রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর নাম মারুফা আক্তার। ঘটনার পর থেকে স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমান স্ত্রীকে হত্যা করে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগেই আগুনে পুড়ে মারা যান গৃহবধূ মারুফা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক মূল্যায়নে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

বাংলাদেশ সময়: ১৩:১২:২৩ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ