কুমার নদে বালু উত্তোলনে আতঙ্কে এলাকাবাসী

হোম পেজ » ঢাকা » কুমার নদে বালু উত্তোলনে আতঙ্কে এলাকাবাসী
শনিবার ● ২ আগস্ট ২০২৫


কুমার নদে বালু উত্তোলনে আতঙ্কে এলাকাবাসী

সাগরকন্যা প্রতিবেদক, সালথা (ফরিদপুর)

সালথার খারদিয়া কুমার নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীপাড়ের বসতবাড়ি, নতুন নির্মিত সেতু ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।

শনিবার (২ আগস্ট) যদুনন্দী ইউনিয়নের খারদিয়া নতুন ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ পাড়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তি ড্রেজার মেশিন চালিয়ে বালু তুলছেন। এলাকাবাসীর অভিযোগ, দিন-রাত সমানতালে ড্রেজার চালিয়ে নদীর অস্তিত্ব বিপন্ন করা হচ্ছে।

তাঁরা জানান, একাধিক স্থানে গভীর খননে নদীপাড়ে ভাঙন শুরু হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে, নতুন সেতুর ভিত্তিও দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে ভবিষ্যতে নদীভাঙন, পরিবেশ দূষণ ও অবকাঠামোগত ক্ষতি ঠেকানো যাবে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বালী জানান, অবৈধ ড্রেজার বন্ধে নিয়মিত অভিযান চলছে। খারদিয়া এলাকায়ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এক সমাবেশে জনপ্রতিনিধিরা বালু উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তবুও থামেনি চক্রটির তৎপরতা।


এএনএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৫৬ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ