
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পল্লি বিদ্যুৎ ও কলাপাড়া থানা পুলিশ।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে শব্দ হলে স্থানীয়রা টের পান। চোররা দ্রুত পালিয়ে গেলেও ট্রান্সফরমারের ভেতর থেকে প্রায় ১৫ কেজি তামা চুরি করে নেয়, যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। ট্যাংকি ও বাকি ধাতব পদার্থ ঘটনাস্থলেই ফেলে যায় তারা।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আমির হোসেন (৪৩) ও রাজিব হাওলাদার (২৫) আবার ঘটনাস্থলে গিয়ে অবশিষ্ট তামা নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। ধাওয়া করে আমির হোসেনকে হাতেনাতে ধরা হলেও রাজিব পালিয়ে যায়।
পরে কলাপাড়া থানার এসআই শাহ আলম ঘটনাস্থলে গিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করে। আমিরের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক রাজিবের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত ২টি রশি, ২টি লোহার সাবল, ১টি হ্যাকসো ব্লেড ও ১টি লোহার বড় বরশি উদ্ধার করে পুলিশ। পরে আমিরের দেওয়া আরও তথ্যের ভিত্তিতে মো. ছলেমান (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, আসামি আমির, ছলেমান, রাজিব ও পলাতক জাহাঙ্গীর মিলে একটি সংঘবদ্ধ চক্র। তারা কলাপাড়া ও আশপাশের এলাকা ছাড়াও বরগুনার বিভিন্ন ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল। চুরি করা তামা পলাতক জাহাঙ্গীরের মাধ্যমে বিক্রি করতো তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।