ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

হোম পেজ » কুয়াকাটা » ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি
রবিবার ● ২৭ জুলাই ২০২৫


ভাঙ্গণকবলিত কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধনের পর সাড়া দিয়েছে প্রশাসন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার এবং পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ক্ষতিগ্রস্ত সৈকত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

 

সম্প্রতি ভয়াবহ ভাঙনের মুখে পড়ে কুয়াকাটা সৈকত। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে স্থানীয়রা আন্দোলনে নামেন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

 

বিভাগীয় কমিশনার বলেন, কুয়াকাটা রক্ষায় সরকার সচেষ্ট। বিষয়টি সংশ্লিষ্ট উপদেষ্টাকে জানানো হয়েছে এবং তিনি তাৎক্ষণিক সাড়া দিয়েছেন। সচিবালয়ে প্রটেকশন প্রকল্পের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

 

জেলা প্রশাসক জানান, পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রম তদারকিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কুয়াকাটা শুধুই পর্যটন নয়, এটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই এখন দরকার দ্রুত ও টেকসই ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৪ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ