কলাপাড়ায় হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও দক্ষতা উন্নয়ন কর্মশালা
শনিবার ● ২৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ’ গঠন ও সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় আয়োজিত এই ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।

 

ওয়ার্কশপে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেডক্রিসেন্ট সদস্য, স্বাস্থ্য পরিদর্শক ও কর্মীসহ ১৮ জন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোসা. আফরোজা বেগম, ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ অফিসার মো. আজিজুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. বশিরুজ্জামান ও স্বাস্থ্যকর্মী মনজিলা আখতার।

 

বক্তারা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা প্রতিরোধে সচেতনতা এবং দ্রুত রোগী সনাক্ত করে চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

ব্র্যাক কর্মকর্তারা জানান, একই ধরনের ওয়ার্কশপ পর্যায়ক্রমে দুই পৌরসভা ও ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:১৬ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ