
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
রাবনাবাদ নদীর ভাঙনে পটুয়াখালীর কলাপাড়ার করমজাতলায় প্রায় ৪০০ ফুট বেড়িবাঁধ ধসে নদীতে বিলীন হয়ে গেছে। ছয় মাস আগে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণকৃত বাঁধটি টিকলো না এক মৌসুমও। এখন প্লাবনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনপদ।
স্থানীয়রা জানান, গত মে মাসে জিও ব্যাগ ও টিউব ধসে পড়ার পর থেকেই বাঁধ দুর্বল হয়ে পড়ে। গত শুক্রবারের জলোচ্ছ্বাসে প্রবল ঢেউয়ের আঘাতে পুরো বাঁধ নদীতে মিশে যায়। ঢুকে পড়েছে নদীর পানি। ঘরবাড়ি রক্ষার শেষ আশাটুকু যেন নিঃশেষ হয়ে গেছে।
মো. রেজাউল নামে এক দোকানি জানান, জিও ব্যাগ-টিউবসহ টপ বাঁধ নদীতে গেছে। এখন পানি ঢুকছে। আবার জলোচ্ছ্বাস হলে সব ভেসে যাবে। আমরা আতঙ্কে আছি।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, রাবনাবাদ নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকি বেড়েছে বহুগুণ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ৫৪/এ পোল্ডারের ১৩.০০ কিমি থেকে ১৪.১২০ কিমি পর্যন্ত অংশে জিওটিউব ও জিওব্যাগ বসিয়ে ‘জরুরি প্রতিরক্ষা’ নির্মাণ করা হয়েছিল। ব্যয় হয় প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।
এই প্রকল্পের তদারককারী পাউবো’র উপসহকারী প্রকৌশলী বিদ্যা রতন সরকার জানান, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। কাজটি প্রায় সাত মাস আগে করা হয়েছে। স্থায়ী ব্লক না বসালে এ ভাঙন রোধ সম্ভব নয়।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, ওই জায়গাটা ক্রিটিক্যাল। প্রয়োজনীয় জায়গা ও মাটি পাওয়া গেলে বিকল্পভাবে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।