
সাগরকন্যা প্রতিবেদক।।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বড় পরিসরে নিয়োগ দিচ্ছে সরকার। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জুলাই থেকে, চলবে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়োগ প্রক্রিয়ায় দেশের সব জেলা থেকেই নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শারীরিক যোগ্যতা, বয়স ও শিক্ষাগত যোগ্যতা থাকলে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫০ থাকতে হবে। সাধারণ কোটায় বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ২০ বছর। তবে আনসার-ভিডিপি, মুক্তিযোদ্ধা ও পুলিশ পরিবারের সন্তানদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ নির্ধারণ করা হয়েছে ৩১ থেকে ৩৩ ইঞ্চি। উভয় প্রার্থীকে অবশ্যই ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে।
আবেদনকারীদের কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। প্রথমে প্রার্থীদের শারীরিক মাপ ও স্বাস্থ্য পরীক্ষা, পরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। নির্বাচিতদের পরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (PTC) ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে কাজে নিযুক্ত করা হবে।
আবেদন করতে হবে:- www.police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে। আবেদনের সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, সুশৃঙ্খল, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে আমরা প্রার্থী বাছাইয়ে যথাযথ নিয়ম ও মানদণ্ড অনুসরণ করছি।
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে www.police.teletalk.com.bd সাইটে।