
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় যৌতুক মামলার ওয়ারেন্টি পালাতক আসামি হাসান সিকদারকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাসান সিকদার হলেন গলাচিপা সদর ইউনিয়নের মজিবর সিকদারের ছেলে। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী শাবনুর আক্তারের দায়েরকৃত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলার গ্রেফতারি পরোয়ানার (ওয়ারেন্টি) পালাতক আসামি হাসান সিকদার ঢাকার গাজীপুরে আত্মগোপনে থেকে মোবাইল ফোনে স্ত্রী শাবনুর আক্তারকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও অবস্থান নিশ্চিৎ হয়ে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হন। গতকাল সোমবার হাসান সিকদারকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করেন।
শাবনুর আক্তার জানায় তার যৌতুক লোভী স্বামী হাসান সিকদার তার বাড়িতে আশ্রিত বোন জামাই মহিউদ্দিন মুন্সি কুপরামর্শে আমার বাবার কাছে বার বার যৌতুকের টাকা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় স্বামী তাকে প্রায়শই মারধর করতো। নির্যাতন সইতে না পেরে বাবা হারুন গাজীর কাছ থেকে বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫-৬ লক্ষ টাকা নিয়ে স্বামীকে দিয়েছি। বর্তমানে আমার বাবা টাকা দিতে অস্বচ্ছল। তারপরও আমার বাবার কাছে যৌতুকের জন্য প্রায় ২ লক্ষ টাকা চায়। টাকা না এনে দিলেই আমার স্বামী, শ্বশুর ও ননদের জামাই মিলে আমাকে বেদম মারধর করে। তিনি আরও জানান, তার স্বামী একজন নেশাখোর এবং নেশা বিক্রেতা। শ্বশুর গাজা বিক্রির সময় পুলিশের হাতে আটকের মামলা চলমান আছে।
এবিষয়ে পটুয়াখালী আইনজীবি সমিতি সদস্য ও গলাচিপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (পি-পি) এ্যাডভোকেট মামুন মিয়া বলেন, হাসান সিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার কোন ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সে দেশের প্রচলিত আইন-কানুন কিছুই মানেনা। গায়ের জোরে চলে। সারাদেশে তাদের একটি সিন্ডিকেট আছে। সে কিশোর গ্যাংয়ের সাথেও জড়িত। আমি মনেকরি বিজ্ঞ আদালতের বিচারক মহোদয় তার জামিন শুনানি না করে তার বিষয়টি বিবেচনায় নিলে সুশীল সমাজ খুশি হবেন।
এবিষয়ে গলাচিপা থানার এস.আই মাহাবুব মিয়া বলেন, হাসান সিকদারকে ঢাকা গাজীপুর সদর থানা থেকে গ্রেফতার করা হয়েছে। সে আসলেই একজন ক্রিমিনাল ।
এবিষয়ে শাবনুর আক্তারের বাবা হারুন গাজী বলেন, হাসান সিকদার আমার মেয়েকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করে। মেয়েকে গলাচিপা হাসপাতালে একাধিকবার ভর্তি করিয়েছি। কিন্তু ও(স্বামি) ভালো না। আমি আইনের মাধ্যমে তার সঠিক চার চাই।
এসডি/এমআর