‘দেশ চায় পরিবর্তন, ইনসাফভিত্তিক শাসন’ — বাবর

হোম পেজ » বরিশাল » ‘দেশ চায় পরিবর্তন, ইনসাফভিত্তিক শাসন’ — বাবর
শুক্রবার ● ২৭ জুন ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, জেল-জুলুম ও মিথ্যা মামলায় আদর্শিক আন্দোলন থামানো যায় না। এটিএম আজহারুল ইসলাম-এর মুক্তি এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়া সত্যের বিজয়।

তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন ও ইনসাফভিত্তিক শাসন চায়। জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি মানবিক কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে জনগণ। যারা স্বৈরশাসন ও নিপীড়নের মাধ্যমে দেশ চালিয়েছে, জনগণ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বাবুগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত শোকরানা সমাবেশে এসব কথা বলেন তিনি। এটি অনুষ্ঠিত হয় কলেজ গেট এলাকায়, যেখানে আজহারুল ইসলাম-এর মুক্তি এবং প্রতীক ফিরে পাওয়ার খুশিতে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়।

 

বক্তব্যে তিনি মীরগঞ্জ নদীর ওপর সেতু নির্মাণ ও বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক পুনঃনির্মাণের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক মাওলানা রুহুল আমীন শিকদার, অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল আমীন পাহলোয়ান, মাওলানা হাসান আলী, হাফেজ আব্দুল করিম, মাস্টার ওমর ফারুক, মাওলানা হারুনুর রশীদ মামুন, মাওলানা ইদ্রিস হাসান, মাস্টার রফিকুল ইসলাম রানা, হাফেজ আব্দুস সবুরসহ আরও অনেকে।

সমাবেশ শেষে মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। নেতা-কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের ছবি ও পোস্টার হাতে নিয়ে উৎসবে মেতে ওঠেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৮ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ