
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তায় মাঠে ছিল পিরোজপুর জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম ও বোতলজাত পানি বিতরণ করেন ছাত্রদল নেতারা। শুধু পরীক্ষার্থীদের জন্য নয়, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও ছায়াযুক্ত বসা পানির ব্যবস্থা করা হয়। এ উদ্যোগ অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
পরীক্ষার্থীরা জানান, এই সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরীক্ষার আগমুহূর্তে এমন উৎসাহ তাদের অনুপ্রাণিত করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, সহ-সভাপতি মাহিন মোল্লা, মো. সাব্বির, দিনার আহমেদ, যুগ্ম সম্পাদক সাইফুল খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্না সহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “পরীক্ষা চলাকালীন সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকুক।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও ছাত্রসমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল।
স্থানীয় শিক্ষকমহল ও অভিভাবকেরাও ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।