চরফ্যাশনে সাবেক সচিব মেজবাহ গ্রেফতার

হোম পেজ » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সাবেক সচিব মেজবাহ গ্রেফতার
বুধবার ● ২ অক্টোবর ২০২৪


চরফ্যাশনে সাবেক সচিব মেজবাহ গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার জিন্নাগড় দাশকান্দি গ্রামের কৃতি সন্তান সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি।
বুধবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়।
ডিবি আরও জানায়, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের বুধাবার বিকেলে আদালতে সপর্দ করা হয়েছে।
তিনি ভোলা-৪ আসনের আওয়ামীলীগের পক্ষ থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন বলে সূত্রে জানা গেছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪৮ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ