রমজানে খাদ্যপণ্যে ভেজাল রাঙ্গাবালীতে ৫ ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রমজানে খাদ্যপণ্যে ভেজাল রাঙ্গাবালীতে ৫ ব্যবসায়ীর জরিমানা
বুধবার ● ৮ মে ২০১৯


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
মাহে রমজান উপলক্ষে ভোক্তা স্বার্থ রক্ষার্থে খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান।
জানা গেছে, ভেজাল-নোংরা খাবার মজুদ, তৈরি ও বিক্রির দায়ে উপজেলা সদরের ব্যবসায়ী রুস্তুম আলীকে ৫ হাজার, মঞ্জু মৃধাকে ৫ হাজার, হাসানকে ২ হাজারসহ পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া  অস্বাস্থ্যসম্মত খেজুর, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নষ্ট করে ফেলা হয়। এসময় জরিমানা করা ওইসব ব্যবসায়ীদেরকে  স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, রমজান উপলক্ষে ভোক্তা স্বার্থ রক্ষার্থে খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে ৫টি মামলা দিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ  অভিযান অব্যাহত থাকবে। এরপরও সচেতন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৪ ● ৬১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ