তদন্তে পুলিশ ও সেনাবাহিনী গলাচিপায় এক ব্যক্তির বাড়িতে ভারতীয় নাগরিকের সন্ধান

হোম পেজ » লিড নিউজ » তদন্তে পুলিশ ও সেনাবাহিনী গলাচিপায় এক ব্যক্তির বাড়িতে ভারতীয় নাগরিকের সন্ধান
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


 

গলাচিপায় এক ব্যক্তির বাড়িতে ভারতীয় নাগরিকের সন্ধান, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৯নং ওয়ার্ডে মোঃ হোসেন মোল্লার বাড়িতে এক ভারতীয় নাগরিকের দীর্ঘদিন অবস্থানের তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মোঃ হোসেন মোল্লার বাড়িতে অবস্থান করছিলেন। তবে তিনি কী উদ্দেশ্যে সেখানে ছিলেন এবং তার পরিচয় ও কার্যক্রম কী- তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গলাচিপায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন সমাজ সেবা কর্মী পঙ্কজ গাঙ্গুলী  ও মানবাধিকার আসক গলাচিপা উপজেলার  চেয়ারম্যান মো. রাসেল গাজী । পরে সেনাবাহিনী বিষয়টি গলাচিপা থানাকে জানায় তদন্তের জন্য।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন,

মোঃ হোসেন মোল্লা ও তার বাড়িতে অবস্থানকারী ভারতীয় নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৬ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ