মঠবাড়িয়ায় এনসিপি প্রার্থী শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় এনসিপি প্রার্থী শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

মঠবাড়িয়ায় এনসিপি প্রার্থী শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রচার চালানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. শামীম হামিদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এনসিপি প্রার্থী মো. শামীম হামিদী গত ২২ জানুয়ারি বিকেল ৫টা ১০ মিনিটে মঠবাড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ ওঠে।

নোটিশে উল্লেখ করা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী কোনো সরকারি দপ্তর, ভবন বা স্থাপনা নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ অভিযুক্ত প্রার্থী সরকারি ভবন প্রাঙ্গন ব্যবহার করে প্রচার চালিয়ে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছেন- এমনটি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফরিনা আক্তার স্বাক্ষরিত নোটিশে প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে এনসিপি প্রার্থী শামীম হামিদীর নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ