সর্বশেষ
বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আলতাফ হোসেন চৌধুরী বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় জেলে কার্ডধারীদের মাঝে বকনা বাছুর বিতরণ কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা সংসদ নির্বাচন-২০২৬ পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমন। এ উপলক্ষে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গৌরনদী উপজেলায় আগমন করেন। আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৪ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ