পায়রা বন্দরের প্রথম সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা বন্দরের প্রথম সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০


পায়রা বন্দরের প্রথম সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায়  পায়রা বন্দরের সার্ভিস জেটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে উপজেলার লালুয়া চারিপাড়া নামক স্থানে টেম্পোরারি এই জেটির উদ্বোধন করেন কমোডর বিএন ও  পায়রা বন্দর চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম। এ সময় পায়রা বন্দরের কো চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
পায়রা বন্দর সম্পর্কিত উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে পায়রা বন্দরের চেয়ারম্যানের কাছে জানেতে চাইলে তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে এই অঞ্চলটিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ একটি অত্যাধুনিক বন্দর হিসেবে চালু করতে পারব বলে আশা রাখি।

এর আগে বারোটা পনেরো মিনিটে তিনি এই পয়েন্টে এসে পৌঁছান। এর পরপরই তিনি প্রকল্প
এলাকা পরিদর্শন করেন ও নকশার সম্পর্কিত সম্যক ধারণা নেন। দুপুর একটার দিকে নদীপথে তিনি তার গন্তব্যস্থলে ফিরে যান।

এনআরকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:০৩ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ