কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী কালা মিরাজ গ্রেফতার

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী কালা মিরাজ গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯


কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী কালা মিরাজ গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, জনমানুষের ত্রাস, মুর্তিমান আতঙ্ক, একাধিক মামলার আসামি মিরাজ ওরফে কালা মিরাজ (৩০) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ তাকে থান সংলগ্ন সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মিরাজকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, চাদাবাজি সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে কালা মিরাজের বিরুদ্ধে। সবশেষ বৃহস্পতিবার লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনছার উদ্দিন মোল্লাকে প্রকাশ্যে কোপানো এবং খুনের হুমকি দেয়। চেয়ারম্যান জানান, বুধবারও কালা মিরাজ তার এক সহযোগী নিয়ে জাকির নামের এক জমির ক্রেতাকে মোটা অঙ্কের টাকা চাঁদার দাবিতে লাঞ্ছিত করে। অপহরনের চেষ্টা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কালা মিরাজ গ্রেফতারের খবরে কলাপাড়ায় মানুষের মনে স্বস্তি নেমে এসেছে। এক সময়ের ভাড়াটে হোন্ডা চালক লালুয়ার দরিদ্র পরিবারের সন্তান কালা মিরাজ টিয়াখালীতে এসে কয়েক বছরের মধ্যে আস্তানা গাড়ে। সেখানে কালা মিরাজ অপ্রতিরোধ্য হয়ে চাঁদাবাজিসহ সশস্ত্র সন্ত্রাসের নেতৃত্ব দিয়ে কুখ্যাতি অর্জন করে। তার কারণে গোটা টিয়াখালীর মানুষ জিম্মি হয়ে আছে। এর গডফাদার এখন এদের মাধ্যমে অদৃশ্য আয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এ বাহিনীর কারণে সরকারের এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়ে আসছিল। কালা মিরাজ গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশের ভাবমুর্তি কিছুটা হলেও সমুজ্জল হয়েছে বলে সাধারণ মানুষের মন্তব্য।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:২৪ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ