জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

প্রথম পাতা » ইসলামী জীবন » জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা
শুক্রবার ● ২ আগস্ট ২০১৯


জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

ঢাকা সাগরকন্যা অফিস॥

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামি ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। আগামি ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বিগত রমজান মাসের শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি চাঁদ দেখতে না পাওয়ার ঘোষণা দেন। পরে রাত ১০টার পর আবার বৈঠক করে চাঁদ দেখা যাওয়ার কথা বলে পরের দিন ঈদ উদযাপনের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৩৪ ● ৪৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ