বানারীপাড়ায় আবাসনের ৩২ ঘরে বিদ্যুতায়ন

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় আবাসনের ৩২ ঘরে বিদ্যুতায়ন
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯


বানারীপাড়ায় আবাসনের ৩২ ঘরে বিদ্যুতায়ন

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের জিরারকাঠি আবাসনের ৩২টি ঘরে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বানারীপাড়া সাব ষ্টেশন’র এজিএম এস.এম সাকিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান, সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাহাদ সুমন।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০০:৫০ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ