দুমকি উপজেলা পরিষদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দুমকি উপজেলা পরিষদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোমবার ● ৮ জুলাই ২০১৯


দুমকি উপজেলা পরিষদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘‘শুভ শুভ শুভদিন-দুমকি উপজেলার জন্মদিন’’ এই শ্লোগানের মধ্যে দিয়ে সোমবার (৮জুলাই) সকালে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: হারুন অর রশিদ হাওলাদার। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগ নেতা, আবুল কালাম আজাদ, শাহজাহান আকন সেলিম, মো: আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো: সুলতান আহমেদ হাওলাদার, মো: আমিনুল ইসলাম সালাম, মো: জাফর উল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবসটির প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উল্লেখ্য, বিগত ২০০০ সালের ৮জুলাই তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে দুমকি উপজেলা পরিষদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপণ করেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৪ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ