নাটোরে বিরল প্রজাতির মাছ

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে বিরল প্রজাতির মাছ
শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯


---

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥
নাটোরের সিংড়ার গুড়নাই নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। শুক্রবার সকালে সিংড়ার গুড়নাই নদীতে জেলেদের জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। পরে সিংড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন মৎস্য আড়তে বিক্রয়ের জন্য আনা হয়। এসময় মাছ দেখতে উৎসক জনতা ভিড় করেন। ইশান মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী মো. সোহেল তালুকদার বলেন, মাছ আবার নদীতে অবমুক্ত করার জন্য তিনি ৩শ’ টাকায় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এটা কোন সামদ্রিক মাছ। এই ধরনের মাছ এর আগে কখনও চলনবিলে বা আড়তে দেখা যায়নি। সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার ফিশ’। মূলত এটা সাউথ আমেরিকান ফিশ। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেত, মাঝ খানে তা বিলুপ্তি ঘটে। আবার কিছুদিন ধরে এই মাছ চলনবিলে দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:২০:২০ ● ৬৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ