১১-২০তম গ্রেডের শূন্য পদ পূরণে কমিশন গঠনে কমিটি

প্রথম পাতা » জাতীয় » ১১-২০তম গ্রেডের শূন্য পদ পূরণে কমিশন গঠনে কমিটি
সোমবার ● ২৭ মে ২০১৯


১১-২০তম গ্রেডের শূন্য পদ পূরণে কমিশন গঠনে কমিটি

ঢাকা সাগরকন্যা অফিস॥

সরকারি চাকরিতে একাদশ থেকে বিংশতম গ্রেডের (আগের বেতন কাঠামোয় তৃতীয়-চতুর্থ শ্রেণি) বিদ্যমান শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণের জন্য কমিশন গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে (সমন্বয় ও সংস্কার) সভাপতি করে সোমবার (২৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি গঠনের আদেশ জারি করেছে। ওই দশটি গ্রেডের শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণের জন্য পৃথক কমিশন গঠনের বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পরীক্ষা-নিরীক্ষা করে ৩ মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে ১৭ লাখ ৬২ হাজার ২৮৯টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য আছে ৩ লাখ ৯৯ হাজার ৮৯৭টি পদ। শূন্য পদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৭৬০টি তৃতীয় এবং ৭৯ হাজার ২৬১টি চতুর্থ শ্রেণির (১১-২০তম গ্রেডের)। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়), জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতিনিধি এবং সরকারি কর্ম কমিশনের একজন করে প্রতিনিধিকে কমিটিতে সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (প্রশাসনিক সংস্কার) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের বিদ্যমান শূন্যপদ জরুরি ভিত্তিতে পূরণের জন্য পৃথক কমিশন গঠন করা যায় কি না, সে বিষয়ে বিদ্যমান বিধি-বিধান পরীক্ষা-নিরীক্ষা করবে। বিদ্যমান বিধি-বিধান পর্যালোচনা করে কমিটিকে একটি অবস্থানপত্র প্রস্তুত করতে বলা হয়েছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:২৮ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ