কলাপাড়া পৌশহরের খাল দখলমুক্তে শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » লিড নিউজ » কলাপাড়া পৌশহরের খাল দখলমুক্তে শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান
মঙ্গলবার ● ৭ মে ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়া পৌরসভার মাঝখান দিয়ে প্রবাহিত একমাত্র খালটির দুইপাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শীঘ্রই অভিযানে নামছেন পটুয়াখালীর জেলা প্রশাসন। এরই মধ্যে কয়েকমাস আগে অবৈধ স্থাপনা চিহ্নিত করে ৭৮ অবৈধ স্থাপনার মালিককে স্থাপনা অপসারনে নোটিশ দেয়া হয়। কিন্তু এরা কেউ স্থাপনা স্বেচ্ছায় অপসারন করেননি। এমনকি দুইটি স্থাপনার মালিক আদালতের আশ্রয় নিয়েছেন। যেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই দুইটি স্থাপনা ছাড়া ৭৬ টি স্থাপনা উচ্ছেদে প্রশাসন শীঘ্রই অভিযানে নামছেন। জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছেন খুব শীঘ্রই এ অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া খালের মধ্যে যাদের স্থাপনার তালিকা তৈরি বাকি রয়েছে তাও শীঘ্রই করা হবে। পৌরসভার পানি প্রবাহের একমাত্র খালটি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। খাল দখলমুক্ত করতে সরকারের এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জেলা প্রশাসন সুত্র নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৬ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ