নাটেরে ট্রাক চাপায় পিতা নিহত, ছেলেসহ আহত দুই

প্রথম পাতা » রাজশাহী » নাটেরে ট্রাক চাপায় পিতা নিহত, ছেলেসহ আহত দুই
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় আসমত আলী (৬০) নামে এক কৃষক নিহত এবং তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই ব্যাটারী চালিত অটোভ্যানের যাত্রী। সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহে পৃথক এই দূর্ঘটনা ঘটে। নিহত আসমত আলী উপজেলার গড়মাটি গ্রামের মৃত ছব্বের আলীর ছেলে। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, সোমবার সকালে আসমত আলী বাড়ী থেকে রসুন বিক্রি করতে ভ্যানে করে দাঁড়িখৈর সাহেব বাজারে যাচ্ছিলেন। পথে ধানাইদহ বাজারে পাবনা থেকে নাটোরগামী একটি দ্রুত গতির ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আসমত আলী ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া তার ছেলে মিজানুর রহমান ও প্রতিবেশী বিপ্লব হোসেন আহন হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:০০:৫৮ ● ৬০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ