মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯


মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত

মির্জাগঞ্জ(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্বনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাংবাদিক উত্তম গোলদার ও মির্জাগঞ্জ স্বাস্থ্য কমেপ্লেক্সের প্রধান সহকারি কাম-হিসাব রক্ষক মোঃ জিয়াউল হক প্রমূখ।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষে সারাদেশে ১৩ হাজারেও বেশি কমিউনিটি ক্লিনিক সরকারি করেছেন। এসব ক্লিনিকে ৩০ প্রকারের ঔষধ পাওয়া যায়। তারমধ্যে মির্জাগঞ্জে ১৮ কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং আরো একটি ক্লিেিনকর কাজ চলমান আছে। তাই প্রত্যন্ত অঞ্চালের মানুষজন যাতে স্বাস্থ্য সেবা পেতে পারে সে লক্ষে প্রত্যেককে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নেয়ার জন্য পরামর্শ দেন।

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৩ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ