নেছারাবাদে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
নেছারাবাদে ভোক্তা-অধিকার অভিযানে ছারছীনা বেকারী এবং সোনালী বেকারীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য পণ্যে ক্ষতিকারক এ্যামনিয়া, স্যাকারিন, ক্ষতিকারক রং এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে এ দু’ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার থানা রিক্সাষ্ট্যান্ড এবং স্বরূপকাঠি বন্দরের দক্ষিনপাড় বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শাহ্ মোঃ সোয়াইব এবং পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আফিয়া সুলতানা।
অভিযানে খাদ্য পন্যে ক্ষতিকারক এ্যামনিয়া, স্যাকারিন, ক্ষতিকারক রং ব্যবহারে ছারছীনা বেকারীকে ১৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারনে সোনালী বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগীতা করেন, নেছারাবাদের স্যানিটারি পরিদর্শক মো: জাকির হোসেন সহ নেছারাবাদ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩০ ● ৮৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ