নাটোরে গৃহবধূকে গণধর্ষণঃ আটক ২

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে গৃহবধূকে গণধর্ষণঃ আটক ২
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

নাটোর সাগরকন্যা প্রতিনিধি
নাটোরের বড়াই গ্রামে মোবাইলে প্রেমের সূত্র ধরে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে গণধর্ষনের শিকার হয়েছে এক গৃহবধু। এই ঘটনায় শনিবার অভিযুক্ত প্রেমিক চাঁদ মোহাম্মদ (৩২) ও তার সহযোগী রাজু আহমেদ (১৮) কে আটক করেছে পুলিশ। আটকচাঁদ মোহাম্মদ উজেলার আটঘরিয়া গ্রামের ময়েন উদ্দীনের ছেলে এবং রাজু ভবানীপুর কারিগর পাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। বড়াই গ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলী জানান, লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের এক গৃহবধুর সাথে কিছু দিন ধরে মোবাইল ফোনে চাঁদ মোহাম্মদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকালে চাঁদ মোহাম্মদ ফোন করে দেখা করতে চাইলে ওই গৃহবধূ ভবানীপুর গ্রামে আসে। পরে চাঁদ মোহাম্মদ তাকে নিয়ে কিছু সময় এদিক সেদিক ঘুরে বেড়ায়। সন্ধ্যা ঘনিয়ে এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবানীপুর বিলে নিয়ে আরো তিন বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় ওই গৃহবধূ বড়াই গ্রাম থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে আটক করে। শনিবার বড়াই গ্রাম হাসপাতালে ওই গৃহবধুর মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, আটক দুজনকে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫০ ● ৬৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ