বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৩

প্রথম পাতা » বরিশাল » বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৩
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি
বরিশাল সাগরকন্যা অফিস ॥
বরিশালের মুলাদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজার সংলগ্ন শাহে আলম হাওলাদারের বাড়িতে গভীর নলকূপের বোরিং স্ট্যা- স্থাপনের সময় শ্রমিক ওয়ায়েজ করনী হোসেন (১৯) বিদ্যুৎস্পৃষ্টে মরা যায়। এ সময় আরও ৩জন শ্রমিক আহত হয়। নিহত শ্রমিক ওয়ায়েজ করনী নওগা জেলার ধামারহাট উপজেলার খেলনাঘোগরা গ্রামের শওকত হোসেনের পুত্র। সে প্রায় ১ বছর ধরে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মজিবর মিসকিনের অধীনে অন্যান্য শ্রমিকদের সাথে গভীর নলকূপ স্থাপনের কাজ করে আসছিলো।

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ও নিহতের সহকর্মীরা জানান, বেলা ১১টার দিকে উপজেলার সেলিমপুর বাজার এলাকায় গভীর নলকূপের বোরিং স্ট্যান্ড স্থাপনের সময় অসাবধানতা বশত: লোহার পাইপ উপরে থাকা বিদ্যুতের তারের সাথে যুক্ত হলে ওয়ায়েজ করনীর মৃত্যু হয়। ওই সময় শ্রমিক মামুন, মোস্তাকিম ও জাকির হোসেন মারাতœক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী আশুকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওয়ায়েজ করনীর লাশ থানা হেফাজতে ছিলো।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:২১:১৯ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ