আজ মির্জাগঞ্জের উপজেলা পরিষদের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

প্রথম পাতা » সর্বশেষ » আজ মির্জাগঞ্জের উপজেলা পরিষদের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম
রবিবার ● ৩১ মার্চ ২০১৯


---

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
আজ পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে শনিবার উপজেলার ৪৩টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত প্রিডাইজিং অফিসারের কাছে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী এবং উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান। উপজেলার ৪৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ১৬১ জন, পুরুষ ভোটার ৪৫ হাজার ৬৭৪ জন, নারী ভোটার ৪৫ হাজার ৪৮৭ জন। ভোট কক্ষের সংখ্যা ২২৯টি, প্রিজাইডিং অফিসার ৪৩জন, সহকারি প্রিজাইডিং অফিসার ২২৯জন ও পোলিং অফিসার ৪৫৮জন। উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ভাবে গ্রহনের লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যেরা টহল দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি কেন্দ্রে র‌্যাব, পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্যেরাও আইন শৃঙ্খরা রক্ষায় কাজে নিয়োজিত আছেন।

বাংলাদেশ সময়: ০:০৯:২০ ● ৫৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ