মালিপাখির একটি কবিতা “ঠিক যেখানে”

প্রথম পাতা » সাহিত্য-সংস্কৃতি » মালিপাখির একটি কবিতা “ঠিক যেখানে”
শনিবার ● ৩০ মার্চ ২০১৯


---

গদাধর সরকার
পুনু পুনু কোথায় পুনু   ? ওইতো কবি ডাকো !
এপার ওপার মাঝখানে সেই রূপসা নদীর সাঁকো !

রঙ নেমেছে হরিণ ক্ষেতে ডাকছে কি এক পাখি
আপন মনে চাঁদের আলোয় একলা জেগে থাকি !
শিউলি পাতা দুলছে কিযে চারটি জবার কুঁড়ি
বলছে আবার চলনা সবাই ওড়না হয়ে উড়ি !

আয়তো খেলি চু কিত কিত খেলতে খেলতে শেষে ;
ছড়িয়ে যাবো আমরা আবার মেঘনা মেঘের দেশে !

হারিয়ে যাবো আমরা আবার সবুজ টিলার ঘাসে
ঠিক যেখানে জলছবি ঘর নাচতে নেমে আসে !

বাংলাদেশ সময়: ১৬:২২:১৫ ● ৬৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ