জিএম কাদেরকে পুনর্বহালের দাবি রংপুর বিভাগের জাপা নেতাদের

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » জিএম কাদেরকে পুনর্বহালের দাবি রংপুর বিভাগের জাপা নেতাদের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯


---

রংপুর সাগরকন্যা প্রতিনিধি॥
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলাসহ রংপুর বিভাগের আট জেলার জাপা নেতারা। বুধবার দুপুরে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। আগামি ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহাল না করলে রংপুর বিভাগের সব নেতাকর্মী পদত্যাগ করবেন এবং সেই সঙ্গে রংপুর বিভাগে দলের সব ধরনের কর্মকা- প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, এইচ এম এরশাদকে ভুল বুঝিয়ে জাপাকে ধ্বংসের গভীর ও পরিকল্পিত চক্রান্ত চলছে। সেই চক্রান্ত বাস্তবায়ন করতেই জাপার কো-চেয়ারম্যানের পদ থেকে দলের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা জাপার মূলধারার কোনও স্তরের নেতাকর্মীর পক্ষে মানা সম্ভব নয়। সে কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং চক্রান্তকারীদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। লিখিত অভিযোগে তিনি আরও বলেন, আমরা রংপুর বিভাগের আট জেলা, মহানগর, পৌরসভা ও উপজেলার নেতাকর্মীরা জাতীয় পার্টির ক্রান্তিকাল থেকে এখন পর্যন্ত দলকে সংগঠিত করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ করছি, কেন্দ্রীয় কমিটিতে একটি কুচক্রীমহল দলের চেয়ারম্যান এরশাদকে ভুল বুঝিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করার প্ররোচনা দিয়ে আসছে। এতে করে জাতীয় পার্টির সুনাম ক্ষুণ্নের পাশাপাশি দলের চেয়ারম্যান এরশাদের ব্যাপারেও দেশের জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ভুল ধারণা হচ্ছে। ওই কুচক্রীমহলটির প্ররোচনায় গত ২২ মার্চ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দলের প্রধান এইচ এম এরশাদের এ সিদ্ধান্তের সঙ্গে একমত নই, সে কারণে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আমরা মনে করি যে মুহূর্তে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সময়, সেই সময় এরশাদের ছোট ভাই যিনি দেশ-বিদেশে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত, সেই গোলাম মোহাম্মদ কাদেরকে পদ-পদবী থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত আত্মঘাতী। সে কারণে আগামি ৫ এপ্রিলের মধ্যে গোলাম মোহাম্মদ কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় তাকে স্বপদে বহাল করার জন্য এরশাদের প্রতি দাবি জানাই। অন্যথায় রংপুর বিভাগের সব নেতাকর্মী গণপদত্যাগ করবেন। সেই সঙ্গে রংপুর বিভাগে দলের যে কোনও কর্মকাণ্ড প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রাজ্জাক, নীলফামারী জেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, কুড়িগ্রাম জেলা জাপার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, লালমনিরহাট জেলা জাপার সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাপা সাধারণ সম্পাদক রবিউল হাসান স্বপন, দিনাজপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আহাম্মেদ শফি রুবেল ও পঞ্চগড় জেলা জাপা সভাপতি আবু সালেহসহ অন্যান্য নেতা।

বাংলাদেশ সময়: ১৭:২২:০১ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ