টিজারেই চমক দেখালেন ওয়াহিদ ইবনে রেজা

প্রথম পাতা » বিনোদন » টিজারেই চমক দেখালেন ওয়াহিদ ইবনে রেজা
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


সাগরকন্যা বিনোদন ডেস্ক॥ 

---

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’-এর টিজার। হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা নির্মাণ করেছেন এটি।
আর টিজার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রশংসায় ভাসছেন এর নির্মাতা। ফেসবুক ও ইউটিউব ভিডিওটির কমেন্ট বক্স ঘুরে উচ্ছ্বসিত প্রশংসা পাওয়া গেল। কেউ লিখেছেন, ‘ভাই, ভালোবাসা আপনার জন্য’, কেউ জানতে চাইছেন ‘কবে আসছে পুরো চলচ্চিত্র’!
ওয়াহিদ বলেন, ‘স্বাধীনতা দিবসে এটা বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা।’ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ টিজারটি প্রকাশ করলেন এই নির্মাতা।
এতে দেখা যায়, ট্রেনে বন্দি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে নদী পাড়ি দিচ্ছে পাক হানাদার বাহিনী। তাদের পরিকল্পনা, চোখবাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের গুলি করে চলন্ত ট্রেন থেকে নদীতে ফেলে দেওয়া। যেখানে সরীসৃপের মতো জিহ্বা, কান ও চোখ দিয়ে হানাদার বাহিনীর নিষ্ঠুর দিকও তুলে ধরেছেন এই অ্যানিমেটর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনতে কাজ করছেন ওয়াহিদ।
টিজার দিয়েই চমকে দিলেন ওয়াহিদ ইবনে রেজা (ভিডিও)
বিনোদন রিপোর্ট
প্রকাশিত: ১৪:৪৮, মার্চ ২৫, ২০১৯। সর্বশেষ আপডেট: ১৫:০৪, মার্চ ২৫, ২০১৯  ১৬৬
ডানে ওয়াহিদমহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র ‘সার্ভাইভিং ৭১’-এর টিজার। হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা নির্মাণ করেছেন এটি।
আর টিজার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রশংসায় ভাসছেন এর নির্মাতা। ফেসবুক ও ইউটিউব ভিডিওটির কমেন্ট বক্স ঘুরে উচ্ছ্বসিত প্রশংসা পাওয়া গেল। কেউ লিখেছেন, ‘ভাই, ভালোবাসা আপনার জন্য’, কেউ জানতে চাইছেন ‘কবে আসছে পুরো চলচ্চিত্র’!
ওয়াহিদ বলেন, ‘স্বাধীনতা দিবসে এটা বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা।’ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ টিজারটি প্রকাশ করলেন এই নির্মাতা।
এতে দেখা যায়, ট্রেনে বন্দি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে নদী পাড়ি দিচ্ছে পাক হানাদার বাহিনী। তাদের পরিকল্পনা, চোখবাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের গুলি করে চলন্ত ট্রেন থেকে নদীতে ফেলে দেওয়া। যেখানে সরীসৃপের মতো জিহ্বা, কান ও চোখ দিয়ে হানাদার বাহিনীর নিষ্ঠুর দিকও তুলে ধরেছেন এই অ্যানিমেটর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনতে কাজ করছেন ওয়াহিদ।
চলচ্চিত্রটির নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘‘যখন নিজের দেশ, বাংলাদেশ নিয়ে কোনও গল্প বলতে হয়, তখন সত্যিই এটি আমার জন্য চ্যালেঞ্জিং। আসলে এই মুক্তিযোদ্ধারাই আমার প্রেরণা। সেটা নিয়েই কাজ করছি। ‘সার্ভাইভিং ৭১’-এর টিজারের ডিজাইন শেষ করেছি।’’
তিনি জানান, তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তার বাস্তব কিছু ঘটনা ছবিতে উঠে আসবে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তাকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা রেজাউল করিম কৌশলে পালিয়ে যান। এটিই হবে ছবির মূল গল্প।
হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর (ভিজ্যুয়াল ইফেক্টস) বলা হয় ওয়াহিদ ইবনে রেজাকে।
ওয়াহিদ ইবনে রেজা পড়াশোনা শেষ করে বেশ কিছু ধরে হলিউডের প্রযোজনার সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি কাজ করেন হলিউডের বিখ্যাত ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে। ওয়াহিদ ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা :সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন তিনি। এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি। এই বাংলাদেশি যুবক এখন আছেন হলিউডের সনি পিকচার্স ইমেজওয়ার্কসে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫১ ● ১৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ