
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদার ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আব্দুর রহিম হাওলাদার বলেন, আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম। যারা বিএনপি করত, তাদের সঙ্গে আমার কোনো ঝগড়া-বিবাদ ছিল না। মামলা-হামলাও করিনি। এখন আওয়ামী লীগ নেই। এখন আমি বিএনপির প্রার্থী এবিএম মোশারফ ভাইকে ভালোবাসি। আমি তারেক জিয়াকে ভালোবাসি। ধানের শীষ মার্কায় ভোট দেব। আমরা যারা আওয়ামী লীগ আছি, সকলে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে ১২ তারিখ ধানের শীষে ভোট দেব- আপনারাও দিন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, বিএনপি বর্তমানে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে বলেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন।
জানা গেছে, আব্দুর রহিম হাওলাদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাফর মুসুল্লী বলেন, আমরা ৫ আগস্টের পর রাজনৈতিক দলকে প্রাধান্য না দিয়ে একই এলাকার ও একই গ্রামের মানুষ হিসেবে মিলেমিশে বসবাস করছি। বিএনপির উদারতার কারণেই তিনি আজ বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। উন্নয়নের স্বার্থে কুয়াকাটার মানুষ সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চায়, কারণ মানুষ এখন শান্তি চায়।