ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি

প্রথম পাতা » রাজনীতি » ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিম॥
বাইপাস সার্জারির পর অপারেশন থিয়েটার (ওটি) থেকে আইসিইউতে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট ডা. আবু নাসার রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. রিজভীর বরাতে আরও বলা হয়, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামি সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরের ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে এনজিওগ্রাম করানোর পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরদিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত চিকিৎসক ড. দেবী প্রসাদ শেঠীর পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১০ ● ৪৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ