আগৈলঝাড়ায় জ্বরে আক্রান্ত ৫ম শ্রেণী ছাত্রীর মৃত্যু

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় জ্বরে আক্রান্ত ৫ম শ্রেণী ছাত্রীর মৃত্যু
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের ফরহাদ সরদারের মেয়ে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় শিশু নিকেতনের ৫ম শ্রেণীর ছাত্রী পায়েল আক্তার (১২) কিছুদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হয়েছিল। সোমবার রাতে পায়েল জ্বরের মাত্রা হঠাৎ বেশি হয়ে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। পায়েলের মৃত্যুতে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:৪০:৫১ ● ৪৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ