সর্বশেষ
মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট বরগুনার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা পিরোজপুরে পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কলাপাড়ায় ২০ পিচ ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক, ক্রেতার কারাদণ্ড পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী উদ্ধার রাঙ্গাবালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

নেছারাবাদে সন্ধ্যানদীর তীরের মাটি কাটায় ৬ লাখ টাকা জরিমানা

হোম পেজ » লিড নিউজ » নেছারাবাদে সন্ধ্যানদীর তীরের মাটি কাটায় ৬ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


নেছারাবাদে সন্ধ্যানদীর তীরের মাটি কাটায় ৬ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদের সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১১ জন ইটভাটা শ্রমিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ।

জরিমানাপ্রাপ্তরা হলেন খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আমিনুর রহমান, মজিদ ঢালী, আনারুল ইসলাম, নুর ইসলাম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, আব্দুস ছত্তার, ইব্রাহিম সরদার, সাইদুল ঢালী, আলমগীর ঢালী ও আব্দুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার সারেংকাঠি এলাকায় সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় তাদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করেন।

রায় অনুযায়ী, আমিনুর রহমানসহ ১০ জনকে ৫৫ হাজার টাকা করে এবং আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদ সাগরকন্যাকে বলেন, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৭ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ