তজুমদ্দিনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল।

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল। রবিবার বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দুলাল বলেন, আমিও আ’লীগের লোক। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সদস্য। দল থেকে মনোনয়ন চেয়েছি, দল যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে। জনগণের দাবী ও জননেত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। কিন্তু নৌকার প্রার্থী ও তার কিছু সংখ্যক সমর্থক অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছেন। আমার নেতা-কর্মিদের মারপিট ও হুমকি ধামকি দিয়ে চলছেন। শনিবার রাতে উপজেলার ভূবন ঠাকুরের বাজার এলাকায় আমার নেতা কর্মিরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় নৌকার সমর্থকরা হামলা চালিয়ে ১৫/২০ জনকে আহত করে। পুলিশ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। আহতদের রাশেদ (৩২), নুরনবী (৪৫), ছাইদুল (৬০), ফরিদ (৫০), সোহাগ (২৮), মনির (৩০) ও আবুল কালমা (৪৫) কে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, কাচিকাটা খাল এলাকায় একটি অফিস ভাংচুর ও শিবপুর খাসেরহাট এলাকা থেকে নির্বাচনী পোষ্টাল ছিনিয়ে নিয়ে একজন কর্মিকে মারপিট করারও অভিযোগ করেন। তজুমদ্দিন শান্ত পরিবেশকে যারা অশান্ত করার পায়তারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান এই প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৭ ● ৬১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ