গৌরনদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

হোম পেজ » গণমাধ্যম » গৌরনদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা উত্তর শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গৌরনদী সাংবাদিক ফোরামের নিজ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

 

এ সময় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে এশিয়ান টেলিভিশনের গৌরনদী উপজেলা প্রতিনিধি ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক মাহমুদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবরের গৌরনদী প্রতিনিধি কাজী বায়েজীদ রনিকে অভিনন্দন জানানো হয়।

 

গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ