কুয়াকাটার খাজুরায় ম্যাকটেন হোল্ডিংস-এর উদ্যোগে কম্বল বিতরণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটার খাজুরায় ম্যাকটেন হোল্ডিংস-এর উদ্যোগে কম্বল বিতরণ
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটার খাজুরায় ম্যাকটেন হোল্ডিংস-এর উদ্যোগে কম্বল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের উদ্যোগে কুয়াকাটার খাজুরা এলাকায় সাত শতাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের ডাইরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) স্বাম্মী আক্তার, ম্যানেজিং ডিরেক্টর আবু নাসের মনজুরুল হক, ডাইরেক্টর তৌহিদ আল কবির। এছাড়াও স্থানীয়দের মধ্যে সাবেক ইউপি সদস্য সোহরাফ হোসেন, বিএনপি নেতা আক্কাস আলী হাওলাদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা আক্তার রুপা প্রমুখ।

 

বিতরণ কার্যক্রম শুরুর আগে বক্তব্যে বক্তারা জানান, প্রতিষ্ঠানটির মেগা প্রজেক্ট এখানে চলমান রয়েছে, যা কেবল কোম্পানির নয়, বরং এলাকার সকল মানুষের জন্য সম্পদ হিসেবে বিবেচিত। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কম্বল পেয়ে উপকারভোগীরা ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:১১ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ