গৌরনদীতে মহানায়ক যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মহানায়ক যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে মহানায়ক যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়ন এলাকায় মৈস্তারকান্দি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদ কর্তৃক বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রয়াত মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬তম জন্মজয়ন্তী উৎসব পালন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও আলোচনা সভা। অনুষ্ঠানে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে সভার শুভ সূচনা করা হয়।

 

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোতস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-১ নির্বাচনী এলাকা (গৌরনদী-আগৈলঝাড়া) বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

 

অনান্য উপস্থিতদের মধ্যে ছিলেন বরিশাল-১ ধানের শীষ প্রার্থীর নির্বাচন কমিটির সমন্বয়ক, বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা, বরিশাল জেলা উত্তর বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, স্থানীয় বিএনপি নেতা তারিকুল ইসলাম কাফি, বাবুল সরদার, মালেক সরদার, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।

 

সাংবাদিক ও মিডিয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জুলফিয়ার আলী, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া ও খন্দকার মনিরুজ্জামান, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য সুমন তালুকদার, বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সহ-সভাপতি সৈয়দ নকিবুল হক, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি।

এছাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি এছহাক সন্নামত, উপজেলা নেতা কাজী কালাম, বাসার আকন, শাহজাহান ফকির, লিটন মাঝী, কামাল মুন্সি, জিয়াউল সরদার, উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম জুয়েল ও ছাত্রদল নেতা কাজী অভি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৮ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ