ভাষা সৈনিক ওসমান গণি আর নেই

প্রথম পাতা » শোক/মৃত্যুবার্ষিকী » ভাষা সৈনিক ওসমান গণি আর নেই
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


ফাইল ছবি
সাগরকন্যা ডেস্ক ॥
ভাষা সৈনিক ও বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভাষা সৈনিক ওসমান গনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুই সপ্তাহ আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষাসংগ্রাম কমিটির অন্যতম এ সদস্যকে। রবিবার বাদ আছর এ মহান ভাষা সৈনিকের জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষা সৈনিক আবদুল মতিনের অন্যতম সহযোগী। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা। যদিও ভাষার জন্য লড়াই করা এই বীর মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদ কিংবা রাষ্ট্রীয় মর্যাদা।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৭ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ