প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ফিফার কাউন্সিলর কিরণ কারাগারে

প্রথম পাতা » সর্বশেষ » প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ফিফার কাউন্সিলর কিরণ কারাগারে
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


ফিফার কাউন্সিলর কিরণ
ঢাকা সাগরকন্যা অফিস ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দায়ের মামলায় ফিফার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, মামলাটি আমলি হওয়ায়, মামলার মূল নথি না থাকায় বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কিরণকে গ্রেফতার করে পুলিশ। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, আদালতে করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে কিরণকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:২০:০৭ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ