নেছারাবাদে প্যালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্যালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫


নেছারাবাদে প্যালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের ৯নং সুটিয়াকাঠী ইউনিয় পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ রাজিবুল হক (শানুর) অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সুটিয়াকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণনের ব্যানারে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুটিয়াকাঠী ইউনিয়নের ভিক্ষুব্ধ জনতা, রাজনৈতিক, সামাজিক, ও শত শত সাধারণ জনগন অংশ নেন এবং বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি মিয়ারহাট বন্দর প্রদক্ষিন শেষে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষেদের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মাষ্টার মো. জাহিদুল ইসলাম, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব, মো. অলিউল্লাহ তালুকদার, জেলা ছাত্রলের সহ-সভাপতি মো, শহিদুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সজিব হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ সোহাগ, যুবনেতা মোঃ ছালেহ আহম্মেদ, মোঃ রমজান প্রমুখ নেতৃবৃন্দ। এসময় বক্তারা সুটিয়াকাঠী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক (শানুর) বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন এবং দ্রুত তাকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পথ থেকে অপসারনের দাবী জানান।
জানা যায়, গত ১৩ মার্চ সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ২৪ লক্ষ টাকার কাজের ভাগ বন্টন নিয়ে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক (শানুর) সাথে তর্ক-বিতর্ক হয়।
এ বিষয়ে সুটিয়াকাঠী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক (শানু) জানান, আমি ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দ্বায়ীত্ব পালন করছি। মানববন্ধনের বিষয়ে আমি কিছু জানি না।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪৩ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ