গৌরনদীতে যুগান্তর‘র রজত জয়ন্তী উৎসব

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যুগান্তর‘র রজত জয়ন্তী উৎসব
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫


গৌরনদীতে যুগান্তর‘র রজত জয়ন্তী উৎসব

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

দৈনিক যুগান্তর প্রত্রিকার রজত জয়ন্তী উৎসব  উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও স্বজন সমাবেশের যৌথ  আয়োজনে শোভাযাত্রা শেষে রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ্ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাজীব হোসেন, গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কাছেম, গৌরনদীর বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, যুগান্তরের আগৈলঝাড়া  প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী আলামিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম মাসুম, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোশিয়েশনের সভাপতি মাহামুদুল হাসান মুহীদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শিকদার। বক্তব্য রাখেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের  সাধারন সম্পাদক মোল্লা ফারুক হাসান, নয়াদিগন্তের গৌরনদী প্রতিনিধি আরিফিন রিয়াদ, সাংবাদিক রাজীব ইসলাম তারীম-প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রটারী জেনারেল মো. বায়েজিদ হোসেন শরীফ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক এসএম মোশারফ, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবিরতœ শিকদার রেজাউল করিম,  আলহেলাল ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন, রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন,  আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল হক, যুবদল নেতা আকবর হোসেন মোল্লা, শরীফ জসীম উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকাশ  মাহামুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আবু সাঈদ খোন্দকার, সহ সভাপতি লোকমান হোসেন রাজু, সহ-সাধারন সম্পাদক রাশেদ আহমেদ, স্বজন সমাবেশ সাধারন সম্পাদক শেখ খলিলুর রহমান, সাবেক সভাপতি এএস মামুন, সাবেক সাধারন সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম টিটু, গৌরনদী ডটকমের সম্পাদক ফাহীম মুরশেদ, সাংবাদিক আবু নোমান, মো. নাসির উদ্দিন, মেহেদী হাসান, সৈয়দ রুবেল, জসীম উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, যুগান্তরের প্রতিষ্ঠাতা স্বপ্নাদ্রষ্টা মরহুম নুরল ইসলাম  বহু বেকার মাণুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা রাখায়, রজত জয়ন্তী উৎসবে যুগান্তর  পত্রিবার নির্ভীক পথচলাকে অভিনন্দন জানাই। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর আগামী দিনগুলোতে  যেন এভাবেই সবসময় জনগণের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে পথচলা অব্যাহত রাখবে। পাঠক প্রিয় এ পত্রিকাটি যেন আরো সমৃদ্ধ হয় প্রত্যাশা করছি। সত্য, সুশাসন ও গণতন্ত্রের পক্ষে উচ্চকন্ঠ হয়ে  যুগান্তর নির্ভীক পথচলা  অব্যাহত রেখেছে। যুগান্তরের সাহসিকতার জন্য  সম্পাদক, প্রকাশক ও সংবাদকর্মীদের  আন্তরিক ধণ্যবাদ জানান বক্তারা।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ