গৌরনদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪


গৌরনদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী বন্দরের জুতা ব্যবসায়ী ও যুবলীগ কর্মী নয়ন প্যাদাকে (৪০) বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।  বুধবার রাত ৯টার দিকে গৌরনদী বন্দর খাদ্য গুদামের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী নয়ন প্যাদার বাবা আঃ আজিজ প্যাদা অভিযোগ করে বলেন, আমার ছেলে গৌরনদী বন্দরস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা ছিল। বুধবার রাত ৯টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে খাদ্য গুদামের কাছে নিয়ে তাকে পিটিয়ে ও উপর্যপরি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। খবর পেয়ে ব্যবসায়ীরা তাকে (নয়ন) উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও পরবর্তীতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে (নয়ন) বৃহস্পতিবার সকালে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৩:৫২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ