গোপালগঞ্জে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ!
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪


গোপালগঞ্জে প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের সদর উপজেলার উরফি পশ্চিম পাড়ার প্রবাসী হানিফ মুন্সির স্ত্রী সারমিন বেগমকে রাতের আধারে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে অজ্ঞাত যুবকরা।
বুধবার (১৭এপ্রিল) দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে ।
সারমিন বেগমের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে ঘরের সিঁধ কেটে কয়েকজন যুবক ঘরে প্রবেশ করে সারমিনকে ঘুম থেকে জাগায় এরপর তাকে চেপে ধরে গায়ে এসিড নিক্ষেপ করে তারা পালিয়ে যায়, এরপর সারমিন যন্ত্রনায় চিৎকার করলে প্রতিবেশিরা এসে সারমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ।
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার বলেন, আমাদের  পুলিশ সুপার (সিআইডি) স্যার ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:২১ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ