আমতলীতে বহিরাগতে আনাগোনায় ভোটাররা শঙ্কিত!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বহিরাগতে আনাগোনায় ভোটাররা শঙ্কিত!
শুক্রবার ● ৮ মার্চ ২০২৪


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

শনিবার আমতলী পৌরসভা নির্বাচনের প্রথম ইভিএমএ ভোট গ্রহন। উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসন সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল কাজ সম্পন্ন করছেন। কিন্তু দুই মেয়র প্রার্থী নাজমুল আহসান খাঁন ও মতিয়ার রহমান বহিরাগত সন্ত্রাসী আনায় ভোটাররা সঙ্কিত। তবে প্রশাসন কঠোর অবস্থানে থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে বলে প্রশাসন নিশ্চিত করেছেন।
জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আজ শনিবার (৯মার্চ)। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাচন অফিসার ও প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে সর্বশেষ পর্যবেক্ষনে নাজমুল আহসান খাঁন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বলে দাবী ভোটারদের। মেয়র প্রার্থী জিল্লুর রহমান ছাড়া আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান ডামি প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী মতিয়ার রহমানের পক্ষে কাজ করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।  ইতিমধ্যে পৌর শহরের ৯ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে গেছে। ১৫ হাজার ৮৩৯ জন ভোটার আজ ৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেয়র প্রার্থী মতিয়ার রহমান বহিরাগত সন্ত্রাসী এনেছে। তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সুষ্ঠু ভোট গ্রহনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। কোন ক্রমেই নির্বাচনী পরিবেশ বিনষ্ট হয় তা হতে দেয়া হবে না।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইভিএমএ ভোট গ্রহনে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে গেছে। কেউ নির্বাচনী পরিবেশ বিঘিœত করবে এমন কাউকে ছাড় দেয়া হবে না।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:৪৩ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ