কাউখালীতে নির্বাচনী সহিংসতা বন্ধে পূজা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে নির্বাচনী সহিংসতা বন্ধে পূজা পরিষদের মানববন্ধন
শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪


কাউখালীতে নির্বাচনী সহিংসতা বন্ধে পূজা পরিষদের মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন উপজেলা কমিটি।
শনিবার (২০জানুয়ারী) বিকেলে দেশব্যাপী বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কর্মসূচির অংশ হিসেবে কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ীর সামনের সড়কে এই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও নানা শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে কাউখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার বলেন, দেশব্যাপী নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা হয়েছে তা কোনো মতেই কাম্য নয়।সঠিক বিচারের মাধ্যমে সহিংসতাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন  পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা কিরন হালদার, সাংগঠনিক সম্পাদক মানিক কর, প্রচার সম্পাদক সুজিত সাহা, কাউখালী ইউনিয়ন শাখার সভাপতি সজল কর্মকারসহ অন্যরা।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৪:০১ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ