গৌরনদীতে আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়ন ফরম সংগ্রহ

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়ন ফরম সংগ্রহ
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩


গৌরনদীতে আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়ন ফরম সংগ্রহ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বানের বরিশাল-১  (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সংসদ সদস্য পদে আ’লীগের মনোনীত  প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ (খরিদ) করেছেন গৌরনদী উপজেলা ও পৌর আ:লীগের নেতারা।
সোমবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আবু আবদুল্লাহ্ খানের কাছ থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ (খরিদ) করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা চেয়ারমান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদের সদস্য এইচএম রাজু আহম্মেদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ।

 

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:২৩ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ